আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের একঝাঁক তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবক ও মানবিক সংগঠন “টেকনাফ ব্লাড ফাউন্ডেশন” এর ১ম বর্ষপূতি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এর মধ্যে দিয়ে দ্বিতীয় বছরে পা রাখলেন এই টেকনাফ ব্লাড ফাউন্ডেশন।
জানা যায়, সোমবার (২৬ জুন) দুপুর ৩ টার দিকে বাহারছড়া উত্তর শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে কেক কেটে সফলতার এক বছর উপলক্ষে ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।গত বছর ২০২২ সনের ২৬ জুন এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
এসময় শুভাকাঙ্ক্ষী অতিথিরা বলেন,” এই ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে অসুস্থ অসহায় ও রক্ত প্রয়োজনীয় বিভিন্ন ধরনের রোগীদের সম্পূর্ণভাবে ফ্রীতে শত শত রক্ত প্রয়োজন রোগীদের রক্তদান করে আসছে। মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনে এই সংগঠন কাজ করে যাচ্ছেন। মানবতার সেবায় এই সংগঠন যেন চলমান থাকে সকলের সহায়তাও কামনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান উম্মে ফারজানা কাওসার।”
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক ও এনজিও কর্মকর্তা শহিদ উল্লাহ শহীদ, ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান উম্মে ফারাজানা কাওসার, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল হোসেন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল্লাহ কোম্পানি, কক্সবাজার ব্লাডডোনেটিং ক্লাবের সভাপতি-মো. ইসহাক, শামসুল ইসলাম শারেক, যুবলীগ নেতা এটিএম শামসুল ইসলাম, মানবিক কর্মী জয়নত উল্লাহ, সাংবাদিক আজিজ উল্লাহ, সাংবাদিক আলম গীরসহ টেকনাফ ব্লাড ফাউন্ডেশনের বিভিন্ন সদস্যরা।