টেকনাফে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলের হাতে বাবা খুন

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মাদকাসক্ত ছেলের কাঁচির আঘাতে বশির আহমদ (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছেলের নাম মো. পারভেজ (২২)। তাঁদের বাড়ি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ায়।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে মৌলভীপাড়ার নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
বেলা ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আহত বশির আহমদের মৃত্যু হয়। পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকেন পারভেজ। এ নিয়ে এলাকার লোকজন বশির আহমদের কাছে অভিযোগও দেন। আজ সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে কাঁচি দিয়ে বাবার মাথায় আঘাত করেন পারভেজ। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় পারভেজ বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার বলেন, বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পারভেজকে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!