টেকনাফে পাহাড়ে মাছ ধরতে গিয়ে কলেজ শিক্ষার্থীসহ রো’হিঙ্গা ডাকাতের হাতে জিম্মি-৮

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া জাহাজপুরা পাহাড়ের খালে শখের বসে মাছ ধরতে গিয়ে কক্সবাজার সরকারি কলেজে পড়োয়া একজন শিক্ষার্থীসহ ৮জন স্থানীয় লোক পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ চক্রের হাতে জিম্মি হয়েছে বলে অভিযোগ করেন পরিবার।
জানা যায়, রবিবার (১৮ ডিসেম্বর) আছরের সময় পাহাড়ের ছরাতে মাছ ধরতে যায় একদল তরুণ। এমন সময় পাহাড়ে উৎপেতে থাকা রোহিঙ্গা ডাকাতের কবলে পড়ে তারা। এদের মধ্যে রয়েছে স্থানীয় জাহাজপুরা রশিদ আহমেদের পুত্র. নুরুল  আবছার (২৪) ছৈয়দ আমিরের পুত্র নুরুল মোস্তাফা, করিম উল্লাহ, নুরুল হকসহ প্রায় ৮জন স্থানীয় লোকজন অপহরণের শিকার।

উল্লেখ্য, বাহারছড়া বিভিন্ন এলাকা থেকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন লোক রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ চক্রের হাতে জিম্মি হয়ে লাখ লাখ মুক্তিপণ দিয়ে প্রাণে ফিরেছে। অসহায় পরিবার তাদের আত্মীয়-স্বজন বাঁচাতে জমিজমা, গরু-ছাগল এমনকি বাড়ি ঘর বিক্রি করে মুক্তিপণের টাকা প্রদান করে কোন রকম প্রাণে ফিরছে। বেশ কয়েকজন সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধসহ গুরুতর আহতও হয়েছেন।

এদিকে সন্ত্রাসী রোহিঙ্গা ডাকাত ও অপহরণ চক্রের হাত থেকে ভিকটিমদের উদ্ধার করতে প্রশাসনের সহায়তা কামনা করেন ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতন মহল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুল হালিম জানান, ” অপহরণের খবর পাওয়ার পর থানা পুলিশের একটি টীম তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার করা সম্ভব না হলে সকালে বড়সড়ে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিয়ে বাড়িতে সশস্ত্র ডাকাত দলের হানায় নববধূর স্বর্ণলঙ্কার লুট,নারীদের মারধর, জখম! 

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের বাহারছড়া হলবনিয়া এলজিইডি রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিয়ের বাড়িতে সশস্ত্র …

error: Content is protected !!