আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় সিডা এর আর্থিক সহযোগিতায় এবং বাংলদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্ট এর বাস্তবায়নে নারী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল এগারোটায় ৫ নং বাহারছড়া ইউনিয়ন কার্যালয়ে ওয়াই মুভস প্রকল্পের আওতায় গার্লস টেক ওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান,ইউপি মেম্বার, এনজিও প্রতিনিধি এনসিটিএফ সদস্য ও অভিভাবক, সাংবাদিক। এতে উম্মে সায়মা নামে নবম শ্রেণীর ছাত্রী ১ ঘন্টার জন্য ইউপি চেয়ারম্যানের প্রতীকি দায়িত্ব পালন করেন।
দয়িত্ব হস্তান্তর করার পর অথিতিগণ বক্তব্য প্রদান করে বলেন, সকলে নারী নেতৃত্ব কে এগিয়ে নিয়ে যাওয়ার মত ব্যাক্ত করেন। দায়িত্ব পাওয়ার পর উম্মে সায়মা চেয়ারম্যান হিসাবে শিশুদের অধিকার বাস্তবায়নে কিছু প্রস্তাবনা পেশ করেন এবং পরবর্তী তে চেয়ারম্যান প্রত্যেকটা প্রস্তাবনা গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন এবং প্রতিটি প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করে বলেন আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং এক পর্যায়ে ভিজিডির চাল বিতরণে অংশগ্রহন করার আহবান জানান এবং তার হাত দিয়ে কিছু উপকার ভোগিকে চাল বিতরন করান। পরে সভাপতি সকলের সম্মতিক্রমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।