বার্তা পরিবেশক:
শুরতেই ধিক্কার জানাচ্ছি যারা নারকীয় ঘটনার সাথে জড়িত তাদের প্রতি।গতকাল ঘটে যাওয়া ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভিকটিম পরিবার আমাকে দোষারোপ ও এজাহারে আমাকে এক নাম্বার আসামী করতে দেউলিয়া হয়ে উঠে পরে লেগেছে,বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
গতকাল সকাল ১১-টা হতে আমি ৩০-কেজি ভিজিডি চাউল এর নতুন অনলাইন আবেদন নিয়ে দুপুর ২-৫৬-মিনিট পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলাম।
যা আমার ফোন নাম্বার লোকেশন দিলে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে,কিন্তু আমাদের সমাজটা এমন পর্যায়ে চলে গেছে যে,সামাজিক যোগাযোগমাধ্যমে যা প্রচার হচ্ছে তাই মানুষ বিশ্বাস করেন,বিশ্বাস অবশ্যই করার কথা কারণ,ভিকটিম পরিবার যদি সাজিয়ে-গুছিয়ে বক্তব্য প্রচার করেন তাহলে পাঠক মহল অবশ্যই সহজে বিশ্বাস করেন।
কিন্তু উক্ত মিথ্যা সংবাদ প্রচারে নিরপরাধ ব্যক্তির জীবনমান রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে কলঙ্কিত হচ্ছে,আমাদের মনে রাখতে হবে যে মিথ্যার নকশায় বেশিদিন টিকে থাকা বড্ড কষ্টসাধ্য।
গতকাল আহত ভিকটিম ছিদ্দিক ২০১৫/সালে আমার ভাই শহীদ আজিজুল হক মার্কিনকে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে হত্যা করে এবং আমার আরেক ভাই হাফেজ নুরুল হক মোজাহেরীকে গুলি করে পায়ে,সেইসাথে এলোপাতাড়ি কুপিয়ে আজীবনের জন্য পঙ্গুত্ব করে দেয়।
আমার ভাই শহীদ আজিজুল হক মার্কিনের তিনটি অবুঝ শিশু আজ পিতা হারানোর স্মৃতি বুকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
তখন টেকনাফ এর গুটিকয়েক প্রতিবাদী সাংবাদিক মহলের সত্যের মহত্ত্ব কলম সম্ভবত অদৃশ্য কারণে ঘুমিয়ে পড়ছিল?
এইবার আসি মূল কথায়,গতকাল ঘটে যাওয়া ঘটনায় আমার এক ভাইও জড়িত ছিলেন না,ঘটনা কারা করেছে আহত ভিকটিম ছিদ্দিক আহমদ স্পষ্ট দেখেছেন,যদি ছিদ্দিক আহমদ পবিত্র কাবা ঘরে তোয়াব করে থাকেন আমার দৃঢ় বিশ্বাস জাতির কাছে স্পষ্ট বক্তব্য রিলিজ দিবেন।
ছিদ্দিক পরিবার আমাকে বা আমার ভাইদের মামলাতে আসামী করবেই ১০০%=কারণ ছিদ্দিক এর হাতে খুন হওয়া মামলার বাদী আমার ভাই সাহাব উদ্দিন,স্বাক্ষী আমার পরিবার,উক্ত হত্যা মামলা আপোষ দিতে ছিদ্দিক আমাকে ৫০-লক্ষ টাকা অপার করছিল,কিন্তু আমার পরিবার তার অবৈধ টাকার কাছে বিক্রি হয়ে আমার শহীদ ভাইয়ের রক্তের সাথে বেইমানী করিনি এবং এরকম মিথ্যা মামলা শতাংশ করলেও তাদের কাছে নৈতিকতা বিক্রি করবোই না ইনশাআল্লাহ।
পরিশেষে সবিনয়ে অনুরোধ করছি সংশ্লিষ্ট প্রশাসন/পেশাগত দায়িত্বরত সাংবাদিক মহল/পাঠক প্রিয় সকলের কাছে।
গতকাল ঘটে যাওয়া ঘটনা আপনারা সকলেই অবগত হয়েছেন,উক্ত ঘটনায় আমাদের পরিবারকে ভুল বুঝে ডাস্টবিনের কিনারায় পেলে দিবেন না প্লিজ,আপনারা আরো তদারকি করে দেখুন ঘটনার মূল রহস্য কি!
আমি আশা রাখবো সংশ্লিষ্ট প্রশাসন এর দায়িত্বরত মামলার তদন্ত কর্মকর্তার প্রতি,সত্য উদঘাটনে অগ্রণী ভুমিকা দেখাবেন।
(এমানামুল হক ইউপি সদস্য টেকনাফ সদর ৮নং