টেকনাফে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার!

আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া চৌকিদার পাড়ায় পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়ে পাহাড়ের পাদদেশে বিশাল গাছের ঢালে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহনন করেছে লুৎফর রহমান নামে এক যুবক।

জানা যায়, মঙ্গলবার ( ৮ আগস্ট) দুপুর ১২ টার দিকে পরিবারের সাথে অভিমান করে গভীর পাহাড়ের পাদদেশে নির্জন জায়গায় গিয়ে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহনন করেন। গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহত যুবক স্থানীয় চৌকিদার পাড়ার মৃত তাহের আহমেদের পুত্র লুৎফর রহমান (৩৫)। এসময় তার শরীরে একটি নীল রঙের শার্ট, লুঙ্গি পরিহিত ছিল। গলায় চিকন একটি রশি মুড়ানো অবস্থায় ঝুলন্ত ছিল।
পারিবারিক সুত্রে জানা যায়, নিহত লুৎফর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে সৌদি আরব থেকে দেশে এসে বাহারছড়া পুরান পাড়া এলাকা থেকে কামরুন্নাহার নামের এক তরুণীকে বিয়ে করেন। সেই থেকে দীর্ঘদিন পারিবারিক কলহ-বিবাদ লেগেই থাকত। পারিবারিক বিষন্নতার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পরিবার।

তার ছোট বোন শারেফা বলেন,” বড় ভাইয়ের বাড়ি এলজিইডি সড়কের পশ্চিম পাশে। সকাল ৯টার সময় বড় ভাই বাড়িতে এসে ভাত খেয়েছে। ‘মা’কে বলেছে বাড়িতে একটা বড় মোরগ আছে সেটা জবাই করতে বলে বের হয়ে আর ফিরেনি। সন্ধ্যায় আত্মহত্যা করেছেন বলে খবর পেয়েছি। ”

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান জানান,” পাহাড়ের পাদদেশে গাছের উপর একজন যুবকের ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করছে। পোস্টমর্টেম করার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সরাইল …

error: Content is protected !!