টেকনাফে গভীর ঢালা থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি :

টেকনাফের বাহারছড়া- হোয়াইক্যং গভীর ঢালার পাহাড়ের খাদ থেকে ক্ষতবিক্ষত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যুবক গত ৯দিন আগে নিখোঁজ হয়েছিল।

জানা যায়, শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে হোয়াইক্যং-বাহারছড়া ঢালার মাঝামাঝি অংশের পাহাড়ের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত যুবকের নাম মো.হোসেন সেই হ্নীলা বড় লেচুপ্রাং ৬নং ওয়ার্ড এলাকার বলে জানা গেছে।

তার চাচা শামসুল আলম জানান,” গত দিন আগে আবছার নামে একজনের ইজিবাইক চালাতে গিয়ে আর বাড়ি ফিরেনি। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে আত্মীয় স্বজন মিলে তার খোঁজ বের হয়ে ঢালার পাহাড়ের খাদে লাশটি দোখতে পায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। হাতের আঙুল কাটা, মাথা ফাটা ও বুকে রক্তজমাট বেঁধে কালো হয়ে গেছে।”

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান জানান,” লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তসহ পরবর্তী কাযর্ক্রম উর্ধ্বতন অফিসারের সিদ্ধান্ত মোতাবেক সম্পাদন করা হবে।”

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুলের এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুলের এলামনাই এসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছে। প্রথমবারের …

error: Content is protected !!