টেকনাফে এবার একসাথে ৭ জন স্থানীয় অপহৃত!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:

টেকনাফের জাহাজপুরা পাহাড় থেকে ৭জন স্থানীয় তরুণ-যুবক, বৃদ্ধকে ধরে নিয়ে গেছে অপহরণ চক্রের সদস্যরা।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১ টার সময় বাহারছড়া জাহাজপুরা মাঠ হয়ে পাহাড়ে গরু চরাতে, খাকড়ি কাটতে এবং পানির পাইপের লাইন সংযুক্ত করতে যায় স্থানীয় ৯ জন মানুষ। এসময় অস্ত্রের মুখে পাহাড়ের ভেতরের বিভিন্ন স্থান থেকে ৭জনকে ধরে নিয়ে যায়। পরে সবাইকে একসাথে জড়ো করে লাঠি দিয়ে মারতে মারতে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
অপহরণের শিকাররা হচ্ছে, আরিফ উল্লাহ(১১)পিতা- হোসাইন আহমেদ,গিয়াস উদ্দিন (১৭)পিতা – ইছাক উদ্দিন,ফজল করিম(৩৮)পিতা- বশির আহমেদ ,জাফরুল ইসলাম(৩৫)পিতা – জাফর আলম আরিফ উল্লাহ(২২)পিতা- নজির আহমদ, রশিদ আলম(২৮),পিতা- হায়দর আলী ,পিতা হায়দর আলী জয়নুল ইসলাম(৪৫) পিতা- জাফর আলম প্রমুখ।

ফিরে আসা শিশু রিফাত জানান,” তারা কয়েকজন পাহাড়ের খাদে গরু চরানোর সময় চারদিক থেকে এসে অস্ত্রের মুখে জিম্মি করে মেরে মেরে নিয়ে গেছে। তখন আমি ঝোপঝাড়ে লুকিয়ে থেকে তারা একটু দূরে চলে যাওয়ার পর পালিয়ে আসছি। ”
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মছিউর রহমান বলেন” অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসছে। তাদের উদ্ধারের অভিযানের প্রস্তুতি চলছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

লালপুরে জাঁকজমক নির্বাচনী প্রচারণায় কর্ণেল রমজান

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে …

error: Content is protected !!