আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি :
টেকনাফের বাহারছড়া মারিশবনিয়া এলাকার হয়ে পাহাড়ে গাছের কঞ্চি কাটতে গিয়ে অপহরণের শিকার যুবক। দীর্ঘ ২৪ ঘন্টা পর ফোনে মুক্তিপণ দাবির অভিযোগ পরিবারের।
জানা যায়, গতকাল শনিবার (৭ অক্টোবর) সকাল বেলা পাহাড়ে কাঠের জন্য গিয়ে অপহৃতের শিকার হয় স্থানীয় আলী আহমদের পুত্র মাহমদুল হক(৩০)।এদিকে রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্থানীয় যুবকদের একটি দল তাকে খোঁজতে পাহাড়ে গেলে পাহাড়ের খাদে তার সংগ্রহকৃত কাঠ পাহাড়ের খাদে উঁচু করে দেখতে পেলেও তাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে মানুষের অজস্র পদচিহ্ন দেখতে পায় বলে জানান খোঁজতে যাওয়া স্থানীয় যুবকদের দল।
এবিষয়ে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, “গতকাল গরীব অসহায় শ্রমিক মাহমুদুল হক পাহাড়ে গিয়ে আর ফিরে আসেনি, এখন অচেনা একটা টেলিটক নং থেকে ফোন করে ৫০লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। সেই নিতান্ত অসহায় তার পক্ষে ৫হাজার টাকা দেওয়ারও সম্ভব নয়।”
অপহৃতের মা শামসুন্নাহার আকুতি জানিয়ে বলেন,” তার ছেলেকে উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের সহায়তা চান এবং বলেন ৫লাখ টাকাতো দূরের কথা ৫ হাজার টাকা তাদের পরিবারে গচ্ছিত নেই। ছেলের জন্য কান্নায় ভেঙ্গে পড়ছেন মা।