টেকনাফের ইজিবাইক চালক আলোচিত ফয়েজ হত্যার মূলহোতা খোকনসহ আটক-৪

আজিজ উল্লাহ,বিশেষ প্রতিনিধি:

টেকনাফ থানার সদর ইউপির নাজিরপাড়ার আলোচিত টমটম চালক ফয়েজ হত্যার মূলহোতা খোকনসহ এজাহারনামীয় চারজন আসামীকে চট্টগ্রাম শহর হতে আটক করেছে র‍্যাব-১৫।

গত ৭ নভেম্বর দুপুরে নাজিরপাড়া এলাকার ফরিদ আলমের সঙ্গে একই এলাকার এজাহার মিয়ার ছেলে মাদক কারবারি খোকনের বাগবিতন্ডা হয়। ঘটনাস্থলেই বিষয়টি উপস্থিত লোকজন সমঝোতা করে দেন। ওই দিন বিকালে আবুল ফয়েজ টমটম নিয়ে বাড়ি ফেরার পথে নাজিরপাড়া ফুটবল খেলার মাঠে খোকন ও গুরা মিয়া, ইয়াবা কারবারি আবছার, হেলাল, বেলালসহ বেশ কয়েকজন মিলে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রাস্তায় ফেলে রাখে তাকে।

পরবর্তীতে স্থানীয়রা গুরুতর জখম ফয়েজকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানকার চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন আবুল ফয়েজের মৃত্যু হয়।

এ সংক্রান্তে টেকনাফ থানার মামলা নং-৩৯/১০০৩; তারিখঃ ১৪/১১/২০২২খ্রিঃ; ধারা-১৪৩/১৪৪/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনার পর হইতে এ ঘটনায় জড়িত আসামীরা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যায়।

গত ২৬/১১/২০২২ খ্রিঃ তারিখ র‍্যাব-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং এর একটি চৌকস আভিযানিক দল দফায় দফায় অভিযান পরিচালনা করে সিএমপি, চট্টগ্রামের কোতয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকা হতে এই হত্যাকাণ্ডের মূলহোতাসহ জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন টেকনাফ সদর ইউপির নাজিরপাড়ার এজাহার মিয়ার ছেলে নুরুল ইসলাম প্রকাশ খোকন, নুরুল আলমের ছেলে মোঃ বেলাল ও তার ভাই কেফায়েত উল্লাহ এবং একই এলাকার মৃত নজু মিয়ার ছেলে গুরা মিয়া। উল্লেখ্য যে, পূর্বেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ সংক্রান্তে সিপিসি-২, র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, অপরাধী দেশের যে প্রান্তেই থাকুক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সদা সোচ্চার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুলের এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুলের এলামনাই এসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছে। প্রথমবারের …

error: Content is protected !!