নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে বখাটেরা। বুধবার (৫ জানুয়ারি) দেলদুয়ার থানার ডুবাইল ইউনিয়নের বন্নী গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় দেলদুয়ার থানা পুলিশ একজনকে আটক করেছে।
পরিবার সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণীতে পড়ুয়া সেই ছাত্রী টাঙ্গাইল জেলার কাশিল ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানার বাড়িতে বেড়াতে যান গত বুধবার। সেখানে ওই ছাত্রীকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে অপহরণ করে নিয়ে যায় বখাটেরা।
নানার বাড়ির লোকজন সেই ছাত্রীর খোঁজ না পেয়ে দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাকিব দেওয়ানকে আটক করে ও পরেরদিন শুক্রবার (৭ জানুয়ারি) অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।
পরবর্তীতে ছাত্রীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, স্কুলছাত্রী নানার বাড়ি থেকে অপহৃত হয়। তাকে উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।