নাসির উদ্দিন,টাঙ্গাইল প্রতিনিধিঃ
আজ সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৪১৩ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু ৭ জন। টাঙ্গাইলে করোনার ভয়াবহ অবস্থার রুপ ধারন করেছে। গত ২৪ ঘন্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে দুই জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪১৩ জন। যা জেলায় এ পর্যন্ত সবচেয়ে বেশি একদিনে আক্রান্তের হার। যা আজ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ৪১৩ জন। টাঙ্গাইল সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ৫ জন করোনা ভাইরাসে মারা গেছে।
এছাড়াও উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়েছে। মোট ৭১৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৪১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৫৭ দশমিক ৯২ ভাগ। জেলায় এ নিয়ে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯০৪৪ জন।