আক্তার মাহমুদ (যশোর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধীনে যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ নাসির উদ্দির এর সার্বিক তত্ববধনে ঝিকরগাছায় সেলুন সমিতি, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, থ্রী হুইলার, সিএনজি, ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ অসহায় দারিদ্র ও কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল খাদ্য সামগ্রী বিতারণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক,ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভগত বিশ্বাস, যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী,নাসির উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নাঈমুর রহমান হৃদয়, হান্নান হোসেন, আরাফাত রহমান প্রমূখ।