আজিজ উল্লাহ, উপকূলীয় প্রতিনিধি:
কক্সবাজার জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য টেকনাফের ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে। এতে করে এই ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।
জানা যায়, বৃহস্পতিবার (৬ জুলাই ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষ শহীদ এটিএম জাফর আলম সিএসসি থেকে বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে কক্সবাজার জেলা প্রশাসক মো. শাহীন ইমরান। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কক্সবাজার শাখার উপ-পরিচালক ডা. পিন্টু কান্টি ভাট্টাচার্য (ভারপ্রাপ্ত)সহ কক্সবাজার সিভিল সার্জন।
উল্লেখ্য যে, এর আগে পরিবার পরিকল্পনা ( কক্সবাজার) অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় যে, আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২৩ উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ ১১ ধরনের কাজে অবদানের মধ্যে বাহারছড়া ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউপি হিসেবে মনোনীত করা হয়।
বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন,” এই অর্জন বাহারছড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রসহ বাহারছড়া ইউনিয়নের জনগণের। তাই সকলের সহায়তায় জেলার মধ্যে বিশেষ কাজের অবদানের জন্য আমার পরিষদ শ্রেষ্ঠ হওয়ায় কৃতজ্ঞ। এভাবেই ভবিষ্যতে এই সফলতা যাতে অব্যাহত থাকে সকলের সহায়তা কামনা করেন।”