নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে দোয়া চাইলেন ধানকাটি ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন (ওসমান মীর)। আসন্ন শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে ওসমান মীর ডামুড্যা উপজেলা ওয়ার্ড নং ৩ থেকে তালা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছে। শরিয়তপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছে।
ওসমান মীর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য সকলের দোয়া করবেন। আমি রাজনীতি জীবনে মানুষের কল্যাণে কাজ করেছি। আমাদের সাংসদ নাহিম রাজ্জাকের কাছে মানুষের খেদমত করার সুযোগ চেয়ে ছিলাম। তিনি আমাকে ডামুড্যা উপজেলা বাসীর জন্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমার জীবনে একটি লোভ ছিল মানুষের খেদমত করার। মহান আল্লাহ পাক আমাকে খেদমত করার সুযোগ করে দিয়েছে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদে নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া চাই।