ফুটপাত মানে হেটে চলার পথ। কিন্তু কেরানীগঞ্জের প্রেক্ষাপটে ফুটপাত মানেই হকারদের অবৈধ ভাবে দখল করে রাখা সারি সারি দোকান। কেরানীগঞ্জ মডেল থানা আওতাধীন, জিনজিরা বাজার ও জিনজিরা বেরিবাধ এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে রাখাদের উচ্ছেদ করা হয়েছে। বুধবার ২৪ আগষ্ট দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ফুটপাত দখল মুক্ত করতে এ উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন আর রশিদ।
এ সময় জিনজিরা কালাচান প্লাজা থেকে শুরু করে, জিনজিরা বেড়িবাধ এলাকা পর্যন্ত ফুটপাত দখল করে রাখা ব্যাক্তিদের উচ্ছেদ করা হয়। এবং প্রাথমিক ভাবে সতর্ক করে দেয়া হয়।
মডেল থানা অফিসার ইনচার্জ মামুন আর রশিদ বলেন, পুলিশ জনতার বন্ধু। পুলিশ বন্ধু হয়েই সব সময় জনগনের পাশে দাড়াতে চায়। জনগনের দুর্ভোগ হয় এমন সকল কাজ পুলিশ সব সময় প্রতিহত করবে। আজ আমরা জিনজিরা বাজার ও জিনজিরা বেরিবাধ এলাকার ফুটপাত দখল করে রাখা ব্যাক্তিদের উচ্ছেদ করেছি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের অন্যান্য সদস্য সহ জিনজিরা ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার মো: রাসেল উপস্থিত ছিলেন। #