জিঞ্জিরা পী এম পাইলট হাই স্কুল & কলেজের ৯৮ ব্যাচ এর উদ্দ্যোগে ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।
১৫ই এপ্রিল রোজ শুক্রবারে জিঞ্জিরা ইউনিয়ন আমির চান পার্টি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সকল সদস্যদের অংশগ্রহণে পুরো আয়োজন আনন্দমুখর হয়ে উঠে।
কেরানীগঞ্জে সর্বপ্রথম ৯৮ ব্যাচই ব্যাচমেটদের ঐক্যবদ্ধ করে একটি প্লাটফর্মে আনে। যার পরবর্তীতে বিভিন্ন ইয়ারের ব্যাচ রাও উদ্ভূদ্ধ হয়ে এইরকম প্লাটফর্ম রচয়িত করে।
ইফতার।মাহফিলে বিশ্বের সকল মুসলিম উম্মাহের জন্যে দোয়া ও বাংলাদেশের জন্যে বিশেষ ভাবে দোয়া হয়। ৯৮ ব্যাচমেটদের এই অভুতপূর্ব সাফল্যে কেরানীগঞ্জ বিভিন্ন স্কুল কলেজের হারিয়ে যাওয়া ব্যাচমেটের ঐক্যবদ্ধ করছে যা সামাজিক উন্নয়নে ও নিজেদের মধ্যে পারস্পারিক সম্পর্ক মজবুদ করেছে।
কেরানীগঞ্জ বিশিষ্ট জনের মতে এইরকম প্লাটফর্ম যদি ঐক্যবদ্ধ ভাবে পারস্পরিক ভালবাসার বন্ধনে আবদ্ধ হতে পারে তাহলে কেরানীগঞ্জ একটি বন্ধুত্ব ও ভালবাসার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশে। কেরানীগঞ্জে ৯৮ ব্যাচের এই উদ্যোগেকে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক মহল সাধুবাদ ও প্রশংসা জানিয়েছেন।