আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া জাহাজপুরা থেকে এক শিক্ষার্থীসহ কৃষক অপহরণের ঘটনায় সরাসরি জড়িত এক অপহরণ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তার কাছ থেকে অস্ত্র,কার্তুজ উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার (৩ মে) রাত ১:৩০ ঘটিকার সময় বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাহাজপুরা থেকে ২জন লোক অপহরণের মামলায় অপহরণৌ চক্রের সহিত জড়িত হ্নীলা পানখালী এলাকার মোস্তফার কামালের ছেলে ডাকাত নুরুল আমিন(৪০) গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ। তার থেকে এসময় একটি দেশী তৈরী এলজি, ১রাউন্ড তাজা কার্তুজসহ বাহারছড়া ইউপিস্থ নোয়াখালী জুম্মা পাড়া পাহাড়ি এলাকা হতে গ্রেফতার করা হয়। তাহার সঙ্গীয় অপরাপর অপহরণ চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন পাহাড়ে পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান,” পাহাড়ে অপহরণ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল, জাহাজপুরা হতে ২ জন কৃষককে অপহরণকারীরা জিম্মি করার পর টানা ৩৬ ঘন্টা পুলিশের তৎপরতায় অপহৃতদের গহীন অরন্য হতে উদ্ধার করা হয়।