জাহাঙ্গীর আলমের কবিতা ‘তুমিই মোর স্বপ্ন সারথি’

বিন্দুর মাঝে সিন্দুর অংকন রেখায়,
তোমায় রেখেছি মোর মনিকোঠায়,
যেথায় বাস করে একরাশ স্বপ্ন সারথি।
আমি মিশে যেতে চাই তোমার গহীন উচ্ছ্বাসে,
সমুদ্রের ফানুস ঢেউয়ের মাঝে যেথায় তুমি স্বপ্নরানী।

তুমিই মোর হৃদয়ে অংকিত কালজয়ী স্বপ্ন,
তুমি বিহনে সব বেদনা বিধুর দুঃস্বপ্ন
তোমার মাঝেই বেঁচে আছে মোর মধুর স্বপ্ন।

আমি তোমারই আছি, থাকবো তোমারি আজীবন পণ,
তোমায় খুঁজিবো কৃষ্ণচুড়ার ডালে, যেথায় তুমি কৃষ্ণা হয়ে মোরে দিয়েছিলে একগুচ্ছ গোলাপের সৌরভ।

বিশ্বগ্রামের সূত্রধরে তোমাকে খুঁজবো ইন্টারনেটে,
টুইটারে অথবা ইনস্টাগ্রাম, হারানো বিজ্ঞাপনে।

তুমিই আমার স্বপ্ন সারথি, তুমি হৃদয়ের মহারানী,
তোমাকে ঘিরেই যৌবনের স্বপ্ন সাজিয়েছি,
আজ জীবনের পরন্ত বেলায় তোমাকেই পাশে চাই।

তুমি আমার নিঃসঙ্গ জীবনের ভরা আলো,
তুমিই মোর আজীবন প্রেম, তুমিই স্বপ্ন সারথি।।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

ত্রিপুরা-বাংলাদেশ নাট্যব্যক্তিত্ব সম্মাননা ও নাট্যবিষয়ক আলোচনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ঐতিহাসিক আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা-বাংলাদেশ নাট্যব্যক্তিত্ব সম্মাননা ও …

error: Content is protected !!