জাতীয় শোক দিবস উপলক্ষে ইবি ছাত্রলীগের আলোচনা সভা

ইবি: “শোক থেকেই শক্তি, শোক থেকেই জাগরণ” এ প্রতিপত্তিকে সামনে রেখে জাতির পিতা ও বঙ্গমাতাসহ সকল শহিদের স্বরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ আগস্ট) রাত ১০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও উক্ত হল প্রভোস্ট ড. মাহবুবুল আরেফিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষক, নিরাপত্তা কাজে নিয়োজিত বিভিন্ন কর্মকতা, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

এ সময় প্রধান বক্তা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শোক থেকেই শক্তি পুঁজি করে আমাদের জাগরণ সমৃদ্ধ করতে হবে। সংগঠনের জন্য বলবো মুজিবীয় আর্দশে গড়ে ওঠা এই ছাত্রলীগ সংগঠন। এখানে বিভিন্ন অনুপ্রবেশকারী আসার চেষ্টা করবে। সংগঠনের নেতৃত্বের সকলের প্রতি সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান থাকবে।

এছাড়া মতবিনিময় সভায় অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আশিক-নিরব

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদল্যায়ের’ …

error: Content is protected !!