ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করলো গুদারাঘাট আঞ্চলিক শাখা আওয়ামলীগ ও যুবলীগ। শনিবার কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট এলাকায় অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। খাদ্য সহায়তা হিসাবে প্রায় ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম ই মামুন, আগানগর ইউনিয়নের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারন সম্পাদক জাকির আহমেদ। আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, শুভাড্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, আঞ্চলিক শাখা আওয়ামীলীগের সভাপতি হাজী মো: সেলিম, সাধারন সম্পাদক মিজানুর রহমান, আঞ্চলিক শাখা যুবলীগের সভাপতি হাজী মো: সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক হাজী মো: মুসলিম ঢালী, সহ সভাপতি: মো: শাহাদাৎ, মো: রুহুল প্রমুখ।