জাককানইবিতে মঞ্চস্থ হলো ‘স্বপ্নরমণীগণ’ 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটক ‘স্বপ্নরমণীগণ’ মঞ্চায়িত হয়েছে।

গত বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের স্টুডিও হলে নাটকটি মঞ্চায়নের আয়োজন করা হয়।

নাটকটির নির্দেশনায় ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা নাক্ত স্বর্ণপ্রভা।

সার্বিক সহযোগিতায় ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের | বিভাগীয় প্রধান আল জাবির।

নাটকটির নির্দেশক ফারজানা নাজ স্বর্ণপ্রভা বলেন, অভিনয় প্রস্তুতি কোর্সের অংশ হিসেবে আমরা বেছে নিয়েছি নাট্যাচার্য সেলিম আল দীনের ‘স্বপ্নরমণীগণ’। নাটকটি পরীক্ষা প্রযোজনা হিসেবে উপস্থাপনের জন্য প্রস্তুতকালে মূলত রচিয়তার ভাবনাকে ধারণ করার চেষ্টা করেছি।

তিনি বলেন, ‘স্বপ্নরমণীগণ’ পাঠের সময় আমি ভীষণ বিস্ময়ে লক্ষ্য করি কোথাও না কোথাও এই একই বাস্তবতা ভিন্নরূপে বিরাজমান। এজন্য রচিয়তার অনুভবে সমান্তরাল অনুভূতি টের পাই। এজন্যই পাঠ অভিনয়ের জন্য নাটকটি নির্বাচন করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

টেকনাফে এবার একসাথে ৭ জন স্থানীয় অপহৃত!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: টেকনাফের জাহাজপুরা পাহাড় থেকে ৭জন স্থানীয় তরুণ-যুবক, বৃদ্ধকে ধরে নিয়ে গেছে …

error: Content is protected !!