জবি নীলদলের অনুষদ কমিটি গঠন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জবি নীলদলের ৬টি অনুষদের মোট ৩৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নীলদলের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২০ জুন) নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটিতে কলা অনুষদের আহবায়ক হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো মমিন উদ্দীন, সদস্য সচিব ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো আব্দুস সামাদ, বিজনেস স্টাডিস অনুষদের আহবায়ক মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো আব্দুল্লাহ মাহফুজ, সদস্য সচিব ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, বিজ্ঞান অনুষদের আহবায়ক পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ, সদস্য সচিব পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের আহবায়ক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকী ও সদস্য সচিব সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো জাফর ইকবাল, আইন অনুষদের আহবায়ক ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসন, সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের আহবায়ক অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরিফউল ইসলাম, সদস্য সচিব প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!