জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা অনুষদ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়।
চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনা ও সভাপতি আরাফাত ইসলাম আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসাইন সুমন, সহকারী অধ্যাপক মারুফ আদনান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন।
এসময় বিভাগের সহকারী অধ্যাপক ইমাম হোসাইন সুমন বলেন, ছাত্রলীগের বিভাগীয় কমিটি হওয়ায় আমরা আনন্দিত। আমরা আশা রাখি আমাদের ছাত্ররা ছাত্রলীগকে আরও বেশি গণমুখী করতে বিভিন্ন সংস্কৃতি বান্ধব কাজ করবে। শুধু ক্যাম্পাস প্রাঙ্গণে নয় জাতীয় পর্যায়েও চারুকলা ছাত্রলীগ শৈল্পিক কাজের মাধ্যমে প্রশংসা কুড়াবে বলে আমার বিশ্বাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন বলেন, চারুকলার শিক্ষার্থী সংখ্যা কম হওয়া সত্ত্বেও চারুকলা ছাত্রলীগ সবচেয়ে সক্রিয় ভাবে সৃজনশীল কাজ করে আসছে৷ প্রতিটা বিভাগীয় কমিটির এর থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাওয়া উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।