জবিস্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ ও ইফতার অনুষ্ঠান

জবি প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইফতার মাহফিল ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুকান্ত সরজারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাতক্ষীরা জেলার শিক্ষকগণ।

অনুষ্ঠানে প্রায় দুইশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করে ও দেশের উন্নয়নে অবদান রাখা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিসিএস পরিক্ষা দিচ্ছেন টেকনাফের আরাফাত, ফেইসবুকে দোয়া কামনা!

সংবাদ বিজ্ঞাপ্তি: আগামীকাল শুক্রবার ( ১৯ মে) ২০২৩ইং সালের সোনার হরিণ নামক বিসিএস ৪৫ তম …

error: Content is protected !!