জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) পুরান ঢাকার আন্নপুর্ণ হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জবিস্থ লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি আজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিয়াল দাস অনুপের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য মোহাম্মদ ঢাকা জেলাও দায়রা জজ এর স্পেশাল জজ মোহাম্মদ আলী হোসাইন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ঢাকা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ নূর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে জবির ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ড.নুরুল আমিন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ, জবিস্থ লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রাশেদ শাহেদ, জবি সাংবাদিক সমিতি রবিউল আলম ও জবিস্থ লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক এম এ কাদের প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের সব প্রাণ একত্রিত হয়েছে। লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের হাত ধরেই এই জেলা আলোকিত হবে। নিজ জেলাকে সুন্দরভাবে দেশের সামনে উপস্থাপনা আমাদের সবার ই কর্তব্য। ভালো মানুষ হতে সবাইকে বেশি বেশি পড়া অনেক জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমগুলোতেও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। মনে রাখতে আপনাদের ভালো জায়গায় যাওয়া মানে লক্ষ্মীপুর জেলার সামনে এগিয়ে যাওয়া।