জবি প্রতিনিধি: রাজশাহী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইফতার মাহফিল ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমেদ দারা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহম্মেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম রাব্বানী, অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ, জুলফিকার মাহমুদ, মোঃ রনি হোসাইন ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।
অনুষ্ঠানে প্রায় দুইশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করা ও দেশের উন্নয়নে অবদান রাখা সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।