জবি প্রতিনিধি: মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সভাপতি হয়েছেন ২০১৫-১৬ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ হোসাইন ও ২০১৭-১৮ সেশনের ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. তামিম ইকবাল।
শুক্রবার (২৫ নভেম্বর) কমিটির প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. অরুণ কুমার গোস্বামী, প্রধান সমন্বয়ক এইচ এম কামরুল হাসান সহ অন্যান্য উপদেষ্টারা এই কমিটির অনুমোদন দেন।
নবনিযুক্ত সভাপতি মিরাজ হোসাইন বলেন, সবার আন্তরিকতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই সুপ্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি। আশা করি এই ধারা অব্যাহত রাখতে সবাইকে পাশে পাবো। সবার সহযোগিতা কাম্য।
সাধারণ সম্পাদক তামিল ইকবাল বলেন, আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মনোনিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আমার সর্বোত্তম চেষ্টা করে ইতিবাচক কাজের মাধ্যমে আমার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ।