জবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের সাংগঠনিক সম্পাদক  তন্নি

ডেস্ক রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না ইসলাম তন্নি। এছাড়াও কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম পারভেজ ও সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তানভীর হোসেন শাওন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ছাত্রকল্যাণটির সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত কমিটি অনুমোদন দেন।

নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তন্নি বলেন, নেত্রকোণা জেলার ভাই-বোনদের আস্থা ও ভরসার জায়গা এটি। এই সংগঠনের মাধ্যমে আমরা সংঘবদ্ধ থাকবো এবং নিজ নিজ জায়গা থেকে একে অপরের পাশে থাকার চেষ্টা করবো। সংগঠনের সাথে যুক্ত সকলকে অভিনন্দন। সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই সংগঠনকে অনেক দূর নিয়ে যাবে। আল্লাহ আমাদের সহায় হোন।

এছাড়াও কমিটিতে অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে খালেদুজ্জামান নাঈম, এ আর মাসুদ,সাব্বির আহমেদ, সোহনুল ইসলাম শুভ, হীরা নন্দি, স্বপ্নীল স্বপ্ন, অনুকূল সূত্রধর (অনিক), শামসুল আলম তুষার,ইমাম হোসাইন শান্ত, মোঃ আবু হানিফ, আরাফাত হোসাইন, মোঃ মোমেন, মিনার আল হোসাইন, মোঃ শাহ আল মুরাদ,বিকাশ সরকার
,ফারহানা ঋতু, দগ্ধ দেবনাথ,মাইনুল ইসলাম মুন্না,অমিতা সরকার তমা, জুবায়ের মাহমুদ পারভেজ,মোবাশ্বিরা দোলনা, তুরফা আজিজ পিয়ার, ডিয়াস আরফ জাবির খান,সৌরভ সরকার এবং মাহমুদা আক্তার কলি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিফাত সাব্বির, কিবরিয়া খান, জাহিদ শুভ,মনির হোসেন, আবু নাঈম মোঃ সালাউদ্দিন, মোঃ রনি, জামরুল হাসান খান, শেফালী আকার নেহা, উচ্ছাস সরকার,মুরাদ হাসান, শায়লা আক্তার, মোঃ সুমন, সুমাইয়া ইসলাম স্বর্ণা,আদুল্লাহ সানি,মেহেরুন চাঁদনী, মাহমুদুল হাসান প্রজয়,সুমন আহমেদ, শান্ত খান এবং সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিক হোসাইন মুসা পলাশ সরকার,ইনামুল হক ইহাদ, মোঃ হৃদয় হাসান, মমিনুল ইসলাম ইমন, আব্দুল্লাহ আল কায়ুম, অমৃত রায়,মাহিয়া আক্তার মুনা,মহসিন খান অলি, অপূর্ব কর্মকার,রাকিবুল হাফিজ, অমিত হাসান অমিত, আহম্মদ নাদবি, মোঃ তানজিল, মোঃ তোফায়েল আহমেদ, প্রচার সম্পাদক সৈকত আহম্মেদ নূরী, উপ-প্রচার সম্পাদক নুসরাত জাহান প্রিতি ও আইরিন সুলতানা, দপ্তর সম্পাদক তানিম ফারহান, উপ-দপ্তর সম্পাদক সাকিব সিদ্দিক শুভ, অর্থ বিষয়ক সম্পাদক শাহরিয়ার খান রুদ্র, উপ-অর্থ বিষয়ক সম্পাদক তামান্না ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক তপু আহম্মেদ, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহিমা নুসরাত অয়ান্তিকা ও সুমাইয়া তাবাসুম রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জবি নীলদলের আলোচনা সভা 

জবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে …

error: Content is protected !!