জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ২০১৬-১৭ সেশনের আসিফ উদ দৌলা পিয়াল ও ২০১৭-১৮ সেশনের আপন শরীফ আরাফ।
সোমবার (১২ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সহ সভাপতি হয়েছেন মুশফিকুর রহমান রাফসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর দাস, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি পিয়াল ও সাধারণ সম্পাদক আপন বলেন, নেতৃত্ব পাওয়া মানেই নতুন এক দায়িত্ব পাওয়া। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা জবিস্থ নড়াইল জেলার সকল কে নিয়ে মিলেমিশে পালন করব। সকলের যেন কল্যাণ হয় সে চেষ্টা আমরা সর্বদা করব। সংগঠন হবে ইইতিবাচকতার উদাহরণ।