জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. সামিউল আল সাবাহ্ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের মাইদুল ইসলাম মাহিন নির্বাচিত হয়েছেন।
গত সোমবার গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীরা কমিটি গঠন করেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন পরিচয় দাস,ফারহান আবির,তাসমিম সানজানা সৃষ্টি, মাহমুদ হাসান প্রধান,ফিরোজ কবির সিদ্দিক, জাবির আল হাসান, তৌহিদুল ইসলাম তৌহিদ, কে বি এম কামরুজ্জামান আশিক,সুলতান সীমান্ত,নূর ইসলাম টিপু, আসাদুজ্জামান আসাদ,লিমন সরকার,হাসানুর রহমান হাসান,সজিবুর রহমান সজিব।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ রুবেল মিয়া, নওশিন আপ্তম মৌ, আশরাফুল ইসলাম হাসান,আব্দুর রহমান আশিক, আরিফুল ইসলাম আরিফ, শাহারুল ইসলাম নিরব, মোঃ আবু রায়হান, সামজিদ হোসেন সোহান,হৃদয় মিত্র,আবির হাসান সুজন, সুমনা আক্তার, আহমেদ আল সাকিব।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাজেদুল ইসলাম সৈকত,শাকিল আহমেদ,ফজলে হাসান রাব্বি, খোরশেদ আলম,হাবিব রিয়াদ,রিফাত রহমান প্রান্ত,মাহবুব আলম, রাশেদুল ইসলাম রাতুল, মাহমুদুল হাসান মিল্টন,রোমান সরকার,শুভ কুমার,মোঃ শাওন, আহম্মেদ আদিল,রাবিনা বৃষ্টি,রুমা রানা, আফিয়া জাহান বৃত্ত, শিথিল ঈশা, মোকসেদুল ইসলাম লিম,ফজলুল কবির রনি এবং উম্মে হাবিবা তিথি।
অন্যান্য পদে প্রচার সম্পাদক হিসেবে সাকলাইন সাদাত তন্ময়,উপ-প্রচার সম্পাদক পদে মেহেদী শতাব্দী, দপ্তর সম্পাদক পদে এ টি এম মেহেদী হাসান,উপ-দপ্তর সম্পাদক পদে জয় সরকার, অর্থ বিষয়ক সম্পাদক পদে ফজলে রাব্বি চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক পদে লিমন হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আহমেদ আদিল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মোঃ সাগর, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে মোস্তফা কামাল শাওন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে স্বর্ণা রায়, তথ্য প্রকাশনা সম্পাদক পদে ওলিউজ্জামান নয়ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সাকিব হোসেন সাগর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে সাজ্জাদ হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে শারমিন রহমান নীল, গবেষণা বিষয়ক সম্পাদক পদে জারিন তাসনিম প্রমি,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মোস্তাকিম সরকার, চিকিৎসা বিষয়ক সম্পাদক পদে আলমগীর হোসাইন, কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক সম্পাদক পদে আকাশ চৌধুরী, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আরব আলী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আব্দুল মমিন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক পদে জোবাইদ হোসেন রাসেল, সঙ্গীত বিষয়ক সম্পাদক পদে পূজা মদক, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে আকাশ এ এইচ চৌধুরী, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক পদে ফারিন ফেরদৌসী,ছাত্র বিষয়ক সম্পাদক পদে সুলাইমান কবির আছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মিলন সরকার,অর্পিতা লাহেরী,পলাশ চন্দ্র পাল,মনিশা ফারজানা, সৌরভ মজুমদার, কামরুল ইসলাম,লাভলু বিন আব্দুল মজিদ,জেরিন তাসনিম প্রমিন।