জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম আবর্তনের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মতিউর রহমান রবিন এবং সাধারণ সম্পাদক পদে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম আবর্তনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকিব উদ্দিন দায়িত্ব পেয়েছেন। সোমবার (২৩ জানুয়ারী) নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাজমুল হোসেন এবং সহ-সভাপতি পদে শাহরিয়ার আতিক, রুমেল, আয়েশা মিম,গোলাম রাব্বি এবং মুক্তা দায়িত্ব পেয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সজিব ও মুসফিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক হিসেবে সান,আল-হাকিম,সিদরাতুলমুনতাহা এবং মিথিলা রয়েছেন।
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য আহ্বান করা হয়েছে।
কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মতিউর রহমান রবিন বলেন, শিক্ষা,সংস্কৃতি, ভাতৃত্ব
দিয়ে গড়া সংগঠন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার সকল মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গড়া সংগঠন, কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং কুষ্টিয়ার সকল শিক্ষার্থী ভাই,বন্ধু,স্নেহের অনুজদের জানায় অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সভাপতি হিসেবে আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি সকল শিক্ষাথীদের নিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্যদের দিকনির্দেশনায় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে দূর্বার গতিতে।
সাধারণ সম্পাদক আকিব উদ্দিন বলেন,ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালেয়ের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব দেওয়ায় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সকল উপদেষ্টামন্ডলী ও কুষ্টিয়ার সকল শিক্ষার্থী ভাই,বন্ধু ও স্নেহের অনুজদের প্রতি চির কৃতজ্ঞ। সাধারণ সম্পাদক হিসেবে আমি প্রতিজ্ঞা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর সর্বাত্তোক সহযোগিতার জন্যে কাজ করে যাবে কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য আহ্বান করা হয়েছে।