জবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আহমেদ হাসানাত এবং সাধারণ সম্পাদক হয়েছে একই বর্ষের সাজ্জাদ আরিফ।
শুক্রবার (২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে ৩৪ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে পদ পেয়েছেন শাহাদাত হোসেন সরকার, মোঃ মারুফ, স্বপ্নাশীষ গোপ অর্নব, আব্দুর রহমান মমিন, কাজি নিয়াজ আলী সহ ১৪ জন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সাব্বির হোসেন, সুজয় সরকার জয়, শাওন শেখ, কামাল হোসেন, তানভীর আহমেদ সহ ৮ জন।
তাছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাইমুর রহমান সহ ১০ জন।
সভাপতি আহমেদ হাসানাত বলেন, দীর্ঘদিন পর আমাদের বিভগীয় কমিটি দেওয়া হলো। আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় আমার নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনের কাছে আমি কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন ও জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগকে সুসংগঠিত ও শিক্ষার্থী বান্ধব করতে সর্বদা কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক সাজ্জাদ আরিফ বলেন, আমাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক করায় সংগ্রামী সভাপতি ইব্রাহিম ফরাজী ভাইয়ের নিকট আমি কৃতজ্ঞ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগকে আরো শক্তিশালী করার জন্য আমি ও আমার সভাপতি একসাথে কাজ করে যাবো।
উল্লেখ দীর্ঘদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভাগ, ইনস্টিটিউশন ও অনুষদ ভিত্তিক কমিট গঠনের লক্ষ্যে গত ২২ নভেম্বর ২০২২ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জীবন বৃত্তান্ত আহ্বান করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষ্যমতে পর্যায়ক্রমে শাখাটির ৬ টি অনুষদ, ৩৬ টি বিভাগ ও ২ ও ইন্সটিটিউশনের কমিটি ঘোষণা করা হবে।