জবি প্রতিনিধি: মো: আকরাম হোসেনকে সভাপতি ও মো: ইমতিয়াজ আহমেদ রওনককে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে জবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ এক বছর।
ভূগোল ও পরিবেশবিজ্ঞান ছাত্রলীগের সদ্যঘোষিত সভাপতি মো: আকরাম হোসেন বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মী হতে পেরে আমি গর্বিত। ছাত্রলীগের কর্মী হওয়া গর্বের এবং নেতৃত্ব পাওয়া সৌভাগ্যের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ইব্রাহিম ফরাজি ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন ভাই আমাদর উপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছেন তা আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ এবং বিএনপি জামায়াত সহ দেশদ্রোহী সকল জঙ্গি সংগঠন এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় থাকবে।
সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রওনক জানান, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বদা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কণ্যা মমতাময়ী মা, দেশরত শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে “রূপকল্প ভিশন-২০৪১” বাস্তবায়নের জন্য সর্বদা বাংলাদেশ মুজিব সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি এবং যেতে চাই।