জবি প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশবিজ্ঞান শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩) বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী মো. তামিম ইকবাল, সভাপতি মো. আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক রওনক আহমেদের নেতৃত্বে এই ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
সভাপতি মো. আকরাম বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহ এর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাস। সারাদিন রোজা রেখে ইফতার করার মাঝে অন্যরকম একটা তৃপ্তি এবং আনন্দ কাজ করে। কিন্তু অসহায় ও দুস্থদের পক্ষে সবসময় তৃপ্তি এবং আনন্দের সাথে ইফতার পালন করা হয় না। তাই আমরা আমরা ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগ দেশরত্ন শেখা হাসিনার নির্দেশে গরীব ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে সেই তৃপ্তি এবং আনন্দটাই ভাগাভাগি করতে চেয়েছি।এ বিষয়ে আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন ভাইকে সার্বিকভাবে আমাদের দিকনির্দেশনা ও সহযোগিতা করার জন্য। জবির ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগ সবসময় দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রত্যয়ী।
আয়োজনে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে রমজানে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে এবং ছাত্রলীগের ইতিবাচক কার্যক্রম প্রতিটি ছাত্রলীগ কর্মীর মাঝে ফুটে উঠেছে।
অংশগ্রহণকারী বিভাগের আরেক কর্মী এবং জবি শাখা ছাত্রলীগের কর্মী সোহার্ত আহমেদ তুষার জানান, শাখা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করা এবং দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমরা সবসময় দিনরাত কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, গরীব ও দুস্থদের ইফতার কার্যক্রম পরিচালনাকারী সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ((জবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী।