জবির পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আব্দুল্লাহ, সা. সম্পাদক ড. শোভন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন কমিটির দায়িত্ব পান ড. আব্দুল্লাহ ও ড. শোভন।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পূনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহান। এতে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ। এর আগে সকালে বেলুন উড়িয়ে যে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। উদ্বোধন শেষে সবার অংশগ্রহনে একটি র‍্যালী বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে।

কাউন্সিল অধিবেশনের মাধ্যমে পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন ড. আব্দুল্লাহ আল মুমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. শোভন কুমার কুন্ডু।

কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় নব নির্বাচিত সভাপতি ড. আব্দুল্লাহ আল মুমিন বলেন, সবাইকে একত্রিত রাখার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সহযোগিতা কাম্য। সাধারণ সম্পাদক ড. শোভন কুমার কুন্ডু সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, অ্যালামনাইকে শক্তিশালী করতে ও গতিশীলতা আনতে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!