জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আহম্মেদ আলী৷ আহম্মেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
এর পূর্বে গত ২ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইতিহাস বিভাগ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, আহম্মেদ আলী বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
পদ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে আহম্মেদ আলী বলেন, আমার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ভাই ও সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইন ভাইয়ের প্রতি। নেতৃত্বে বিকাশেই ছাত্র রাজনীতি করা প্রয়োজন। সবাইকে সাথে নিয়ে ও যথাযথ নির্দেশনা মোতাবেক সাংগঠনিক কাজ সঠিকভাবে করার সর্বোচ্চ চেষ্টা করব।