জেলা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে মেহেদী আলম শান্ত’র স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে স্মৃতিফলক স্থাপন করা হয়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি তালহা আহমেদ বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী সন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী ও বাবা-মায়ের একমাত্র ছেলে মেহেদী আলম শান্ত ভাই ছিলেন অত্যন্ত জনপ্রিয়, সবার পছন্দের এবং ছাত্রলীগের নিবেদিত প্রাণ একজন কর্মী। তিনি তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি চত্ত্বর থাকলেও নামফলক ছিল না। তাই তার স্মৃতি রক্ষার্থে এবং নবীন শিক্ষার্থীদের কাছে তার পরিচিত তুলে ধরতে আমরা একটি নামফলক লাগিয়েছি। আশা করি এর মাধ্যমে নবীনরা শান্ত ভাই সম্পর্কে আরো জানতে পারবে এবং নিজেদের মধ্যে ধারণ করতে পারবে।
সাধারণ সম্পাদক অন্তু নন্দী বলেন, শান্ত ভাই সময় পেলেই বিশ্ববিদ্যালয়ের এই স্থানটিতে আড্ডা দিতেন, তাই জায়গাটির নামকরণ শান্ত চত্ত্বর করা হয়েছিল। কিন্তু নবীন শিক্ষার্থীরা জায়গাটি শান্ত চত্ত্বর নামে চিনলেও এর ইতিহাস জানতো না। তাই এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা শান্ত ভাই সম্পর্কে সকলকে জানানোর উদ্দেশ্যে।
প্রসঙ্গত, ২০১১ সালে গোপালগঞ্জ থেকে পরে ঢাকায় ফেরার পথে ফরিদপুর রোডে মাইক্রোবাস এক্সিডেন্ট করে মারা যান মেহেদী আলম শান্ত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০০০-০১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে।