জবিতে প্রথমবারের মতো উন্মোচিত হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। মঙ্গলবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরালটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এসময় জবি উপাচার্য বলেন, আজকের দিনে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন হওয়ায় দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এর পিছনে যে কমিটি জড়িত ছিল তারা নিরলসভাবে কাজ করেছে। সবাইকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

ম্যুরাল উন্মোচনের সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক,বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, নীল দল,জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষার্থী ও কর্মচারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!