জবিতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মিলনায়তনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুদ্দীন খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক মো. মঞ্জুর হোসেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বিসিএস পরিক্ষা দিচ্ছেন টেকনাফের আরাফাত, ফেইসবুকে দোয়া কামনা!

সংবাদ বিজ্ঞাপ্তি: আগামীকাল শুক্রবার ( ১৯ মে) ২০২৩ইং সালের সোনার হরিণ নামক বিসিএস ৪৫ তম …

error: Content is protected !!