জবির আইএইচসি বিভাগ অ্যালামনাইয়ের আহ্বায়ক শাফায়েত উল্লাহ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগটির ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী মো. শাফায়েত উল্লাহ।

শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভাগের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কমিটি ঘোষণা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

কমিটির বাকি সদস্যরা হলেন, ২০০৭-০৮ সেশনের মো. ওলিয়ার রহমান মুরাদ, ২০০৮-০৯ সেশনের মো. আব্দুস সালাম, একই সেশনের মো. কাওছার হামিদ, ২০০৯-১০ সেশনের মোহাম্মদ মামুন ভূঁইয়া,২০১১-১২ সেশনের ড. মো. সাফায়েত হোসেন ও ২০১২-১৩ সেশনের মো. আল আমিন শেখ। আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে এই গঠনতন্ত্র মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে দিনভর নানা আয়োজনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে কলা ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নেতৃত্বে আনন্দ র‍্যালি বের করা হয়। এতে বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। পরে অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, দিনে দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই প্রতিষ্ঠানের সুনাম বাড়ছে। এখান থেকে দিনে দিনে বিসিএসসহ সব ধরনের চাকরিতে শিক্ষার্থী বাড়ছে। আমাদের কোনো শিক্ষার্থী ভালো করলে আমাদেরই ভালো লাগে।

অ্যালামনাইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম অনেক বেশি জরুরি। তবে অনেকে হয়তো কমিটিতে জায়গা নাও পেতে পারে। তাই বলে এ নিয়ে মন খারাপ করা ঠিক হবে না। বরং পরামর্শ ও সহযোগিতা দিয়ে কমিটির কাজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা জাহানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহযোগী অধ্যাপক মো. কামাল ও খালেদ সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শামছুল কবির।

পরে বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। দিনের সবশেষ আকর্ষণ ছিলো র‍্যাফেল ড্র। এতে ৩০ জনকে দেয়া হয় বিশেষ পুরষ্কার।

এদিকে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহ্বায়ক মো. শাফায়েত উল্লাহ বলেন, শিক্ষকদের পরামর্শ অনুযায়ী সাবেক শিক্ষার্থীদের নিয়ে আগামী দিনে বিভাগের কল্যাণে পদক্ষেপ নেয়া হবে। একইসঙ্গে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে এই কমিটি। আমরা সবাইকে নিয়ে চলতে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!