জনগণের জানমাল রক্ষায় ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও সচেতনামূলক সভা

আজিজ উল্লাহ,উপকূলীয় প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় পূর্ব প্রস্তুতিমূলক জনগণের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পেতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দুর্যোগকালীন সময়ে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়াসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়ন পরিষদে ঘুর্ণিঝড় মোখা মোকাবিলায় এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের সভাপতিত্বে, সিপিপি সদস্য আতিক উল্লাহ’র চঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়নের সিপিপি বিভিন্ন ইউনিটের সদস্যসহ সিপিজি আউট পোস্ট বাংলাদেশ কোস্টগার্ড, আনসার ব্যটলিয়ন ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য ও বাহারছড়া বিভিন্ন পেশাজীবীর শ্রেণির লোক।

সভায় বাহারছড়া ইউপির চেয়ারম্যান চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সিকদার বলেন,” উপকূলীয় অঞ্চলের সাগরপাড়ে বসবাসরত সর্ব শ্রেণী পেশার মানুষ যেন নিরাপদে থাকতে পারে সেই কারণে প্রতি ওয়ার্ড ভিত্তিক সিপিপি সদস্যরা রয়েছেন, ঘুর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সাথে সাথে নিজ এলাকার প্রাথমিক বিদ্যালয় তথা সাইক্লোন শেল্টারে অবস্থান করার আহ্বান জানানো হয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এক বিবৃতিতে বলেন, “লঘুচাপটি চলতি মাসের ১১ মে মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানালে ও ১১ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় বা নিম্ন চাপের দেখা মিলেনি। তবে ভারতের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, লঘুচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটি উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ বা মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

এছড়া আবহাওয়া অফিসে থেকে আরো জানানো হয় যে, আজ ১১ ই মে বেলা ১১:০০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১১৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল, চট্টগ্রাম বন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ও কক্সবাজার উপকূল থেকে ১০৯৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল । এটি আরও শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে । ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কি:মি ব্যাসার্ধের ভেতরে বা তাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৭৫ কি:মি. যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৯০ কি:মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে । তবে আগামী ১৩ ই মে থেকে এর প্রভাব পড়তে পারে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

বাহারছড়ায় ১৫শ ভিজিডি তালিকাভুক্ত দুস্থ নারীদের মাঝে কার্ড বিতরণ!

আজিজ উল্লাহ, বিশেষ প্রতিনিধি: একদিকে পবিত্র মাহে রমজান অন্যদিকে প্রচন্ড গরমে নাকাল রোজাদার ভিজিডি কার্ডধারী …

error: Content is protected !!