জগন্নাথ হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জের রাজীব

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম হল জগন্নাথ হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাজীব বিশ্বাস।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এ কমিটির অনুমোদন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

জানা যায়, রাজীব বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এবং তিনি পারিবারিক ভাবেও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।

পদ পাওয়ার অনুভূতি ব্যক্ত করে রাজীব বিশ্বাস বলেন, পদ পাওয়া মানেই দায়িত্ব আরো বেড়ে যাওয়া। আমি সব সময় চেষ্টা করব মুজিব আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। আমাকে এই পদে দায়িত্ব দেওয়ায় আমি হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে হিমেল-রকি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে …

error: Content is protected !!