সুকান্ত সরকার, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ শীতকালীন ছুটি শেষে প্রায় এক সপ্তাহ বন্ধের পর রবিবার (১৩ জানুয়ারি) খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
রবিবার থেকে যথারীতি ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম।
তিনি বলেন, ছুটি শেষ হওয়ায় রবিবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহনও চলাচল করবে পূর্বের সময়সূচি অনুযায়ী।
এদিকে দীর্ঘ এক সপ্তাহের ছুটি শেষে এরই মধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে রবিবার থেকে আবার শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হবে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি।