ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওতাধীন মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
মোহাম্মদপুর থানা শাখার সভাপতি আসাদুজ্জামান নূর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার কাজিম উদ্দিন নঈমী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা জিলানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা শাহাবুদ্দিন মীর, বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছাত্রনেতা মাহমুদুল হাসান রিয়াদ।
বক্তারা মেধাবী কৃতি শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসএসসি ২০২১ কৃতি শিক্ষার্থীদের ফুল,ক্রেস্ট ও উপহারের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত শেষে বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মোহাম্মদপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা রোডে এসে শেষ হয়।