ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ত্রিমোহনী কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ছাত্রনেতা মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনার সাবেক মহানগর নেতা মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান হাওলাদার। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য তাগিদ দেন৷ শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।