ঢাকা জেলা (দঃ) ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক এর নেতৃত্বে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। সোমবার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী, চুনকিটিয়া ও কালীগঞ্জে এলাকায় প্রায় ২০০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এহসান আরাফ অনিক বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাই আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। আমরা ঢাকা জেলা (দঃ) ছাত্রলীগ সেই কথা মাথায় রেখেই পথ চলি। সবাই করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন।
ঢাকা জেলা (দঃ) ছাত্রলীগ এর নেতাকর্মী সহ সকলকে সচেতন ও গুজবে কান না দেওয়ার জন্যেও অনুরোধ করেন। এই সময় ঢাকা জেলা (দঃ) ছাত্রলীগ এর বেশ কিছু নেতা কর্মীও তার সাথে উপস্থিত ছিলো।
উল্লেখ্য করোনায় ভাইরাসে সৃষ্ট পরিবেশে যেন দেশে গরিব দু:খীরা না খেয়ে না থাকে তাই সরকারের পাশাপাশি তাদের কে সহযোগীতা করে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবক সংগঠন।