ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সেলিম উল্লাহ

বার্তা পরিবেশক :

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিম উল্লাহ, সেই টেকনাফের উত্তর শিলখালীর কৃত সন্তান মৃত জাফর আলমের ছেলে এবং উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলী আকবরের ছোট ভাই। সেলিম উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিভাগের এম.এ ফাইনাল বর্ষের শিক্ষার্থী। তার পরিবারের সবার কনিষ্ঠ।

সোমবার (৫ ডিসেম্বর) ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প-২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব আপনার সুপ্রভিত পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদে মনোনীত করা হলো।”এতে আরও বলা হয়, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগমান করবে।

সেলিম উল্লাহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়ায় তিনি, ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে [sharethis-inline-buttons]

Check Also

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন জবির নাঈম

জবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হলেন নড়াইল জেলা লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান …

error: Content is protected !!