ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন নরসিংদী মো. সুজন সরকার। সে স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
সুজন সরকার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লাখপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে ইউনিয়ন সংগ্রাম কমিটির সদস্য এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাহার নিজ বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প ও তাদের ভরণ পােষনের ব্যবস্থা করেন।
পরবর্তীতে দেশ স্বাধীনের পর চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে শুরু করে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন এবং পরে মনােহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের ১নং কার্যকরী সদস্য হিসেবে দায়িত্বে নিয়ােজিত আছেন।
সুজন সরকার নটর ডেম কলেজ, ঢাকা থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য ঢাকা কলেজে ভর্তি হন এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন।