নিউজ ডেস্ক: পাবনা মেডিকেল কলেজ শাখা কর্মী সভা ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার পাবনায় আসেন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক মো. নাসিম উদ্দিন। কেন্দ্রীয় এই নেতাকে বরণ করতে সকাল থেকে কাজিরহাট ঘাটে শত শত ছাত্র নেতার উপস্হিত হয়। ফুল,মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করেন ছাত্রনেতারা।
পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তের নির্দেশনায় ছাত্রনেতা সেতু, ইন্জিনিয়ার সিহাব বিশ্বাস,ইঞ্জিনিয়ার তালহার নেতৃত্বে এই আয়োজন করা হয়। কেন্দ্রীয় ছাত্রনেতা জানান, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী বলে পরিচয় দিতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়া অত্যন্ত গর্বের বিষয়।
পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল,মহামান্য রাষ্ট্রপতির বাবা মায়ের কবর জিয়ারত ও পাবনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ইমরান সিরাজ সম্রাটের মায়ের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মধ্যে তাদের কর্মসূচি শুরু করে।